ফের শিয়ালদহে পুরনো বাড়ি ভেঙে বিপত্তি!   

0
3

শিয়ালদহে (Sealdah) পূরবী সিনেমা হলের কাছে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ বাড়ির সিঁড়ির অংশ ভেঙে পড়ায় আটকে পড়েন এক বালক সহ ৪ বাসিন্দা। তবে পরে দমকল কর্মীরা (Fire Brigade Workers) ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার (Rescue) করে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে দমকল ও পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

সোমবার দুপুরে শিয়ালদহের ওই বাড়ির ৩ তলার বাসিন্দা এক বালক সিঁড়ি দিয়ে নামছিল। কিন্তু আচমকাই সিঁড়ির (Stairs) এক অংশ ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচে সে। এরপর আতঙ্কে কান্নাকাটি শুরু করে বালক। এরপরই পরিবারের সদস্যদের বিষয়টি নজরে আসে এবং তাঁরা ফোন করে স্থানীয় বাসিন্দাদের পুরো বিষয়টি জানান।

এরপরই স্থানীয়রা পুলিশ এবং দমকলকে ফোন করে খবর দেন। পরে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দ্রুততার সঙ্গে আটকে পড়া বালক ও কয়েকজনকে উদ্ধার করে। পাশাপাশি এদিন ওই বাড়িতে থাকা সারমেয়দেরও নিরাপদে বাইরে বের করে আনা হয় বলে জানা গিয়েছে।