কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের কনভয় দুর্ঘটনা, জখম একাধিক নিরাপত্তারক্ষী

0
1

বিহারের পাটনা যাওয়ার পথে উল্টে গেল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের কনভয়ের গাড়ি। দুর্ঘটনায় বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ও পুলিশ কর্মী জখম হয়েছেন। রবিবার রাতে বক্সার থেকে পাটনা ফিরছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ডুমরাও এলাকায় আচমকাই তাঁর কনভয়ে থাকা একটি গাড়ি পাশের নয়ানজুলিতে পড়ে উল্টে যায়।

আরও পড়ুন:সমাজের সব স্তরের মানুষ ডুব দিয়েছেন গঙ্গাসাগরে, পুলিশ প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, কোরানসরায় থানার ওই গাড়িটি অশ্বিনী চৌবের কনভয়ের পাইলট গাড়ি হিসেবে যাচ্ছিল। দুর্ঘটনার সময় গাড়িতে বেশ কয়েকজন পুলিশকর্মী ছিলেন। সকলেই আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কনভয়ের দুর্ঘটনাগ্রস্ত গাড়ির পিছনেই ছিল মন্ত্রী অশ্বিনী চৌবের গাড়ি। অল্পের জন্য তাঁর গাড়ি বড়সড় দুর্ঘটার থেকে রক্ষা পেয়েছে। ঘটনার পরই নিজের গাড়ি থেকে বেরিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। নিজে দাঁড়িয়ে থেকে জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে কেউ গুরুতর জখম নয় বলেই জানা গিয়েছে।