১২ বছর পরে লাল নিশান উড়ল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) শাসনের পথে। তবে বামেদের মিছিলে ডাক পেলেন না শাসনের এক সময়কার দাপুটে নেতা মজিদ মাস্টার। খড়িবাড়ি বাজার থেকে কুলুপারা বাজার পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ মিছিলে পা মেলান CPIM-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim), জেলা নেতা পলাশ দাস, মহিলা নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, ছাত্রনেতা ময়ূখ বিশ্বাস-সহ জেলা নেতৃত্ব।
একসময়ে বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত শাসন। তবে সেসব এখন অতীত। যে মজিদ মাস্টার সেই সময় শাসন দাপিয়ে বেড়াতেন এখন তিনি নিজের ক্ষেতের সবজি হাটে বিক্রি করেন। এদিনের মিছিলে বাম নেতৃত্বের পাশে দেখা যায়নি তাঁকে। এ বিষয়ে মহম্মদ সেলিমকে প্রশ্ন করা হলে, তিনি সুকৌশলে বিষয়টি এগিয়ে যান। তবে দীর্ঘদিন পরে শাসনে লাল ঝাণ্ডা দেখে বামেরা উৎসাহিত হলেও রাজনৈতিক মহলের মতে, এর প্রভাব কতটা ভোট বাক্সে পড়বে তা বলা কঠিন। কারণ এর আগেও বিভিন্ন নির্বাচনের আগে সিপিআইএম তথা বামেদের সভা এবং মিছিলে জনসমাগম দেখে অতি উৎসাহী হয়ে পড়েছিলেন বাম কর্মী-সমর্থকরা। কিন্তু শেষ পর্যন্ত শূন্য হাতেই থাকতে হয় বামেদের। এবার শাসনের লাল ঝাণ্ডার মিছিল পঞ্চায়েত ভোটে কোনও প্রভাব ফেলতে পারে কিনা সেটাই দেখার।
আরও পড়ুন- শহর বাঁচাতে জলাভূমির সংরক্ষণ জরুরি! বিশেষ পরিকল্পনা রাজ্যের