হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে দুরন্ত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে আটকে গেল ভারত। এদিন বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংরেজদের সঙ্গে গোলশূন্য ড্র করল হরমনপ্রীত সিং-এর দল। অমীমাংসিত ভাবে ম্যাচ শেষ হওয়ায় নক আউট পর্ব নিশ্চিত করতে পারলেন না শ্রীজেশরা। বিশ্বকাপের পরবর্তী পর্বে যেতে হলে গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে।
ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই আক্রমণ শানাতে থাকে ইংল্যান্ড। গোল লক্ষ্য করে ম্যাচের প্রথম শট নিয়েছিল তারাই। হরমনপ্রীতের তৎপরতায় গোল হয়নি। এরপর থেকেই ম্যাচে ফেরে ভারত। খানিক পরে পেনাল্টি কর্নার পেলেও গোল হয়নি ভারতের। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য ছন্দ ফিরে পায় হরমনপ্রীত সিং-এর দল। তবে বল দখলে এগিয়ে ছিল ইংল্যান্ডই। চাপের মুখে গোলের সহজ সুযোগ পেয়েও ব্যর্থ হন মনপ্রীত। অন্যদিকে ইংল্যান্ডের একটি গোল বাতিল হয়। তবে দ্বিতীয় কোয়ার্টারে গোল লক্ষ্য করে ভারত একাধিক আক্রমণ করে। কিন্তু শেষ পর্যন্ত গোল শূন্য ভাবেই হাফ টাইমে যায় দুই দল। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের শেষে একবার গোলের দাবি জানায় ভারত। কিন্তু গোল দেননি আম্পায়ার। চতুর্থ কোয়ার্টারেও গোল করার মরিয়া চেষ্টা চালায় দুই দল। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে এগোতে পারেনি কেউই।