দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর। এবার নতুনদের সুযোগ দিতে হবে। ঠিক এই ভাবনাকেই মাথায় নিয়ে অভিনয় ছাড়ার (Quit Acting) ঘোষণা করলেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakroborty)। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর তথাকথিত ‘ফেলুদা’ (Feluda) চরিত্রে যাঁকে দেখা বাঙালির অভ্যাসে পরিণত হয়েছিল, সেই বেনু দা এবার অভিনয় জগতের আলো ছেড়ে পুরোপুরি ফ্যামিলি ম্যান হয়ে উঠতে চান। ২১ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র (Dhaka International Film Festival) উৎসবে নিজেই জানিয়েছেন সে কথা।
বাংলা ছবি কিংবা থিয়েটারের মঞ্চ দীর্ঘদিনের অভিনয় জীবনে বাঙালি দর্শককে অনেক কিছু উপহার দিয়েছেন সব্যসাচী চক্রবর্তী। তার কণ্ঠস্বর ভয়েজ ওভার ইন্ডাস্ট্রির শিল্পীদের কাছে অনুপ্রেরণার সেরা জায়গা। বহু সিনেমা, বিজ্ঞাপন, তথ্যচিত্রে কথক হিসেবে শোনা গেছে তাঁর উদাত্ত কণ্ঠস্বর। সম্প্রতি তাঁর নতুন ছবি, ‘জেকে ১৯৭১’ এর প্রিমিয়ার হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানেই নিজের দীর্ঘদিনের অভিনয় কেরিয়ারে ইতি টানার কথাই জানিয়েছেন তিনি। আগের থেকে স্বাস্থ্যের অবনতি ঘটেছে, তাই সিনেমা ঝুঁকি আর সামলাতে চান না সব্যসাচী। এবার একটু নিজের মতো করে আরামে থাকতে চান। অভিনেতার কথায়, “আর পাঁচটা মানুষের মত সময় কাটাব। বই পড়ব, খেলা দেখব এভাবেই সময় কাটাব।” আর এরপরই টালিগঞ্জ ইন্ডাস্ট্রির প্রতিটি কোণে ছড়িয়ে যায় নতুন খবর, অবসর নিচ্ছেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakroborty)।
আরও পড়ুন- সেলিমের নেতৃত্বে শাসনের রাস্তায় লাল নিশানের মিছিল, অনুপস্থিত মজিদ মাস্টার