সন্তোষ ট্রফিতে মহারাষ্ট্রকে ২-১ গোলে হারাল বাংলা

0
1

সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব‍্যাহত বাংলার। এদিন গ্রুপের শেষ ম‍্যাচে শক্তিশালী মহারাষ্ট্রকে ২-১ গোলে হারাল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। বাংলার হয়ে দুই গোল সুরজিৎ হাঁসদা এবং দীপক রজক-এর। এই জয়ের ফলে সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের ম‍্যাচে অপরাজেয় বাংলা। যার ফলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে থেকেই সন্তোষ ট্রফির মূলপর্বে পৌঁছে গেল বাংলা।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। যার ফলে ম‍্যাচের ৮ মিনিটের মাথায় গোল করে বাংলাকে এগিয়ে দেন সুরজিৎ হাঁসদা। এরপর ম‍্যাচের ৩৯ মিনিটে ফের গোল করে বাংলাকে ২-০ এগিয়ে দেন দীপক রজক। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-০। ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণে ঝাঁঝ বজায় থাকে বাংলা দলের। তবে পাল্টা আক্রমণ চালায় মহারাষ্ট্র। দ্বিতীয়ার্ধে মহারাষ্ট্র একটি গোল করে ব‍্যবধান কমায়।

ম‍্যাচে এদিন শুরুর আগেই বাংলার বিরুদ্ধে মহারাষ্ট্রকে সমর্থন করতে স্থানীয় দর্শক মাঠে ভিড় করেন। ছত্রপতি শাহু স্টেডিয়ামের গ‍্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। সন্তোষ ট্রফির মূলপর্বে সরাসরি পৌঁছতে হলে মহারাষ্ট্রকে জিততেই হত। আর বাংলা ড্র করলেই পৌঁছে যেত মূলপর্বে। তবে ড্র করে নয়, একেবারে ম‍্যাচ জিতেই সন্তোষ ট্রফির মূলপর্বে পৌঁছে গেল বাংলা।