নেপালের বিমান দুর্ঘটনায় ৫ ভারতীয়-সহ কমপক্ষে ৬৭ জনের মৃ*ত্য, শোকবার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

0
4

নেপালের (Nepal) বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। কাঠমাণ্ডু (Katmandu) থেকে পোখরাগামী ওই বিমানে যাত্রী ও ক্রু মেম্বার-সহ ৭২ জন ছিলেন। ৪ জন বিমানের চালক এবং ক্রু সদস্য। বিমান দুর্ঘটনায় অধিকাংশই মৃত্যু হয়েছে বলে সংবাদ সংসার সূত্রে খবর।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি নেপালের ইয়েতি এয়ারলাইন্সের। রবিবার সকাল সকাল ১০টা ৩৩ মিনিট নাগাদ কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি (Flight) ওড়ে। ১১টা নাগাদ পোখরা বিমানবন্দরের পৌঁছানোর আগেই ভেঙে পড়ে বিমানটি।

সৃত্র অনুযায়ী, যাত্রীদের ছ’জন শিশুও ছিল। ৫ ভারতীয়, ৫৩ জন নেপালি-সহ ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন। বিদেশিদের মধ্যে ৪ জন রাশিয়ান, ২ কোরিয়ার নাগরিক এবং আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের একজন করে যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বিমানটি ভেঙে পড়ার পরই তাতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় ৫ ভারতীয় যাত্রীরই মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। বিমান দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করেছেন ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। টুইটারে তিনি লেখেন, ‘‘নেপালের বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানাই।’’