মাথাপিছু ২.৫ লক্ষ টাকা নিয়ে ১৭ জনকে চাকরি বিলির অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

0
1

টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। তাও এক-দুজন নয়, ১৭ জনের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি (BJP) বিধায়ক অশোক কীর্তনীয়া (Ashok Kirtaniya)। পেট্রাপলের সেন্ট্রাল পার্কিংয়ে মাথাপিছু ২-২.৫ লক্ষ টাকা করে নিয়ে ১৭ জনকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে একা বিজেপি বিধায়ক নন, সঙ্গে রয়েছেন তাঁর শ্যালক-সহ আরও আত্মীয়রাও। ইতিমধ্যেই বিজেপি নেতা অশোকের সঙ্গে চাকরিপ্রার্থীদের অডিও কথোপকথন ভাইরাল হয়েছে। যদিও সেই অডিওর (Audio) সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’।

আরও পড়ুন:জঙ্গলমহল-উত্তরবঙ্গে অভিষেকের সভা, পঞ্চায়েতের আগে ঘর ভাঙতে পারে বিজেপির



শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের আঙুল তোলে গেরুয়া শিবির। এবার তাদের নেতাই টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে জড়িত। এই বিষয় নিয়ে পাল্টা আক্রমণের রাস্তায় নেমেছে তৃণমূল (TMC) । বাগদার বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। কটাক্ষ করে বলেন, “অপদার্থ সমাজবিরোধী বিধায়ক পেয়েছেন আপনারা।” পেট্রোপোলের সেন্ট্রাল পার্কিংয়ে ১৭ জনকে দুই আড়াই লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন বিজেপি বিধায়ক । নিজের শ্যালক ও বোনকে চাকরি দিয়েছেন বলেও অভিযোগ। কীর্তনীয়া এখন বলছেন অডিও ক্লিপের গোলা তার প্রমাণ করতে পারলে তিনি বিধায়ক পথ ছেড়ে দেবেন। রাজ্যের সমস্ত দুর্নীতি নিয়ে ইডি-সিবিআই তদন্তের দাবি জানানো বিজেপি দলীয় বিধায়কের দুর্নীতি নিয়ে কি কেন্দ্রীয় তদন্ত চাইবে? সেটাই দেখার।