কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির অফিসে ফোন করে খু*নের হুমকি! তদন্তে পুলিশ, বাড়লো নিরাপত্তা

0
1

কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়করির(Nitin Gadkari) অফিসে ফোন করে খুনের হুমকি। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীর নাগপুরের(Nagpur) অফিসে একাধিকবার ফোন করে খুনের হুমকি দিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাড়ানো হয়েছে অফিসের নিরাপত্তা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীর অফিসে ফোন আসে। প্রথম ফোনটি আসে সকাল ১১.৩০ মিনিট নাগাদ। কেন্দ্রীয় মন্ত্রীকে খুন এবং বোমা মেরে তার অফিস পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মিনিট দশ এরপর ফোন করে একই হুমকি দেয় দুষ্কৃতী। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অফিসের কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে। অভিযোগে দ্রুত কেন্দ্রীয় মন্ত্রীর অফিসে আসে নাগপুর পুলিশ। নাগপুরের ডিসিপি রাহুল মাদানে (Rahul Madane) জানিয়েছেন, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রীর দফতরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই সঙ্গে তাঁর সব কর্মসূচিতে বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে অফিসে খুনের হুমকি ফোনগুলি এসেছিল, সেখান থেকে মাত্র ১ কিলোমিটার দূরেই নীতীন গড়করির বাড়ি। স্বাভাবিকভাবেই মন্ত্রীর বাড়িতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।