ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডো

0
7

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডো। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রাক্তন ফুটবলার। পাত্রী মডেল এবং ব্যবসায়ী সেলিনা লক্স। জানা গিয়েছে, রোনাল্ডো নিজেই তাঁর দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় সেলিনা লক্স দু’জনের ছবি দিয়ে লেখেন,” হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তোমায় ভালবাসি। সারা জীবন আমি রোনাল্ডোর।” রোনাল্ডোও পাল্টা উত্তরে লিখেছেন, “তোমায় ভালবাসি।” জানা যাচ্ছে, সাত বছর  ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। আপাতত ছুটি কাটাচ্ছেন দু’জনে।

 

View this post on Instagram

 

A post shared by C E L i N A (@celinalocks)

১৯৯৯-এ প্রথম বার বিয়ে করেছিলেন রোনাল্ডো। ব্রাজিলের মহিলা দলের ফুটবলার মিলেনকে সঙ্গে বিয়ে হয় তাঁর। সেই দম্পতির একটি সন্তানও রয়েছে। ২২ বছরের রোনাল্ড। তিনি অবশ্য ফুটবলার নন। রোনাল্ডোর পুত্র পেশাদার ডিজে।  এরপর ২০০৫-এ মিলেনের সঙ্গে রোনাল্ডোর বিচ্ছেদ হয়। সে বছরই মডেল ড্যানিয়েলা সিসারেলিকে বিয়ে করেন রোনাল্ডো। তবে সেই বিয়েকে স্বীকৃতি দেওয়া হয়নি। কারণ দু’জনের কেউই আগের সঙ্গীর থেকে সরকারি ভাবে বিচ্ছেদ নেননি। ড্যানিয়েলার সঙ্গে বিয়ের সেই অনুষ্ঠানের তিন মাসের মধ্যে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এর পর রোনাল্ডো প্রেমে পড়েন এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর। তাঁদের সাত বছর সম্পর্ক ছিল। দুই সন্তান মারিয়া সোফিয়া এবং মারিয়া অ্যালিস রয়েছে।