Fire Incident : কামারহাটির রেল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড!

0
3

উত্তর ২৪ পরগনার কামারহাটির (Kamarhati, North 24 Parganas) রেল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আত*ঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর দমকলের (Fire Engine) দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় ঘন্টা দুয়েক পর আগুন (Fire) নিয়ন্ত্রণে আসে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

শনিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। স্থানীয় সূত্রে খবর আগুনে ঝলসে আহত ৬ বছরের শিশু। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক এই কারণে আগুন লাগল সেটা বোঝা না গেলেও গ্যাস সিলিন্ডার লিক করে এই ঘটনা বলে দমকলের তরফে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ায় লোকসানের পরিমাণটা ঠিক কত তা এখনই স্পষ্ট ভাবে বলতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।