‘পাখির চোখ’ পঞ্চায়েত, ১৯ জানুয়ারি নদিয়ায় সভা জে পি নাড্ডার 

0
1

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৯ জানুয়ারি রাজ্য সফরে আসছেন বিজেপির (BJP) সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। নদিয়ার (Nadia) বেথুয়াডহরির জুনিয়র ইস্টবেঙ্গলের মাঠে সভা করবেন তিনি। নাড্ডার সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন নদিয়ার উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্ব। তবে শুধু সভাই নয়, বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে (Meeting) বসতে পারেন নাড্ডা।

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর সেই বিষয়টি মাথায় রেখেই দলের সর্বভারতীয় সভাপতিকে দিয়ে পঞ্চায়েত ভোটের (Campaign) প্রচার শুরু করতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। নাড্ডাকে দিয়ে নদীয়ার পাশাপাশি একই দিনে হুগলির (Hoogly) আরামবাগেও রাজনৈতিক সভা করানোর কথা ছিল। তবে চলতি মাসে জেপি নাড্ডার রাজনৈতিক সফরে আপাতত নদীয়ার বেথুয়াডহরিতেই একটি জনসভা হবে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের অনেক জায়গায় এখনও বুথ কমিটিই তৈরি করতে পারেনি বঙ্গ বিজেপি। সেই ইস্যুকে সামনে রেখেই বঙ্গ সফরে এসে দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিতে পারেন সর্ব ভারতীয় সভাপতি।

কিন্তু ভোটের আগে নাড্ডার এই সভাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, রাজ্যে ভোট এলেই দিল্লি থেকে অতিথিরা এসে প্রচারে ঝাঁপিয়ে পড়েন। আর ভোট শেষ হলে তাঁদের টিকিও দেখতে পাওয়া যায় না। তবে এসব সভা করে লাভের লাভ কিছুই হবে না। সাধারণ মানুষ সবই দেখছেন ভোটবাক্সে তাঁরা যোগ্য জবাব দেবেন।