জয় দিয়ে হকি বিশ্বকাপ শুরু ভারতের

0
1

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত।প্রথম ম‍্যাচে স্পেনকে ২-০ গোলে হারাল হরমনপ্রীত সিং-এর দল। একসময় হকিতে ইউরোপীয় দলগুলির মধ্যে স্পেন বেশ উপরের সারিতে ছিল। কিন্তু তাদের সেই সুদিন এখন আর নেই। শুক্রবার বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত তাদের হারিয়ে দিল ২-০ গোলে। গোলসংখ্যা আরও বাড়েনি ৩২ মিনিটে হরমনপ্রীত সিং পেনাল্টি মিস করায়।

প্রথমার্ধে দু’গোলে এগিয়ে ছিল ভারত। হার্দিক সিং ও অমিত রোহিদাস পরপর দুটি গোল করে ভারতকে ম্যাচে চালকের আসনে বসিয়ে দেন। রৌরকেলায় নতুন এই স্টেডিয়ামের নাম বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম। খেলা শুরু হওয়ার বহু আগে থেকেই হকিপ্রেমীরা স্টেডিয়াম ভরিয়ে দেন। চারটি গ্রুপে মোট ১৬টি দল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। গ্রুপের একনম্বর দল কোয়ার্টার ফাইনালে সরাসরি খেলবে। নিচের দিকের দলগুলির মধ্য খেলা হবে বাকি চার কোয়ার্টার ফাইনালিস্ট বেছে নিতে। দুটি সেমিফাইনাল হবে ২৭ জানুয়ারি। ফাইনাল হবে ২৯ জানুয়ারি।

পুল ‘এ’-তে অস্ট্রেলিয়া শুক্রবার ফ্রান্সকে ৮-০ গোলে হারিয়েছে। আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ১-০ গোলে। এছাড়া ইংল্যান্ড এদিন ৫-০ গোলে হারিয়েছে ওয়েলসকে। রৌরকেলায় শুক্রবারের ম্যাচে আগাগোড়া দাপট ছিল ভারতের। ১২ মিনিটে অমিত ও ২৬ মিনিটে হার্দিক গোল করে ভারতকে এগিয়ে দেন। তখন বল দখলের হিসেবে ৭৫ শতাংশ এগিয়ে ছিল ভারত।