Tamilnadu: সরকার-রাজ্যপাল সংঘাত চরমে, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি স্ট্যালিনের

0
2

রাজ্য ও রাজ্যপাল সংঘাত এবার চরম আকার নিল দক্ষিনের রাজ্য তামিলনাড়ুতে(Tamilnadu)। সংঘাত এতটাই গুরুতর যে পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রপতি(President) দ্রৌপদী মুর্মুর(Draupadi Murmu) হতক্ষেপ চাইলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন(MK Stalin)। বৃহস্পতিবার রাজ্যপালের(Govornor) বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ডিএমকে(DMK) প্রতিনিধি দল। যেখানে ছিলেন সাংসদ টিআর বালু, বিলসন, এনআর এলেঙ্গি, তামিলনাড়ুর আইনমন্ত্রী এস রঘুপতিরা। রাষ্ট্রপতি সাক্ষাতে তাঁর হাতে একটি মুখবন্ধ খাম তুলে দেওয়া হয়।

তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির সঙ্গে নানান ইস্যুতে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে সরকারের। রাজ্যপাল যাতে বিধানসভায় নেওয়া সিদ্ধান্তগুলিকে সম্মান করেন তার জন্য রাষ্ট্রপতির কাছে দরবার করে ডিএমকের প্রতিনিধি দল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের লেখা চিঠিও তুলে দেওয়া হয় রাষ্ট্রপতির হাতে। জানা গিয়েছে, এই চিঠিতে ৯ জানুয়ারির ঘটনার উল্লেখ করা হয়েছে সরকারের তরফে। যেখানে বিধানসভায় সরকারের তৈরি করা ভাষণ মাঝপথে থামিয়ে দেন রাজ্যপাল। চিঠিতে স্ট্যালিন অভিযোগ করেছেন, এই ধরনের আচরণ বিধানসভার ঐতিহ্যের বিরোধী। চিঠিতে রাষ্ট্রপতিকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যপালকে সর্বদা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। কিন্তু রাজ্যপাল রবি রাজ্য সরকারের সঙ্গে রীতিমতো রাজনৈতিক আদর্শগত লড়াই শুরু করেছেন। যা সম্পূর্ণরূপে সংবিধান পরিপন্থী।

স্ট্যালিন অভিযোগ করেলেন, রাজ্যপাল রবি তামিল জনগণের সংস্কৃতি, সাহিত্য এবং ন্যায়সঙ্গত রাজনীতির বিরুদ্ধে। তিনি তামিলনাড়ুতে দ্রাবিড় নীতি, সাম্য, সামাজিক ন্যায়বিচার এবং যুক্তিবাদী চিন্তাভাবনার মতো ধারণা গ্রহণ করতে পারেন না। তিনি অভিযোগ করেন, রাজ্যপাল প্রকাস্য সভায় তামিল সংস্কৃতি, সাহিত্য এবং সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছিলেন এবং ৯ জানুয়ারির ঘটনা এটিরই একটি সম্প্রসারণ। অথচ আমাদের সংবিধানের 163(1) অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে অবশ্যই মন্ত্রী পরিষদের সুপারিশ অনুসরণ করতে হবে।