স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন উপলক্ষ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে এই দিনটি যথচিত মর্যাদায় পালিত হয়েছে। উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এবং উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসার টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ ও ব্লক সভাপতি অরূপ বিশ্বাসের নেতৃত্বে বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেস মহিলা সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।তিনি বলেন, বাংলাই পারে শান্তি সম্প্রীতির মেলবন্ধন স্থাপন করতে। বর্তমান সময়ে বিজেপি যে সাম্প্রদায়িক মনোভাব গড়ে তুলেছে তা স্বামীজীর মতো মনীষীরা কখনোই মেনে নিতেন না। সেইজন্য আগামী দিনগুলিতে ভারতীয় মনীষীদের পথকে অনুসরণ করে এই দেশ এগিয়ে যাবে। আয়োজক কমিটির অন্যতম শিক্ষক নেতা একেএম ফারহাদ বলেন , বিবেকানন্দ যেভাবে দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে তুলেছিলেন তা সত্যিই নজিরবিহীন। বিবেকানন্দের মতো মনীষীদের কাছ থেকে যে বাণী সমাজে প্রচারিত হয়ে আছে তা আজও অত্যন্ত গ্রহণীয়।তাই এই বাংলা তথা দেশের মানুষের কাছে সম্প্রীতির ভাবধারা বহন করতে মহাপুরুষদের বাণী প্রচার করা হোক।
পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘দিদির দূত’ এবং ”দিদির সুরক্ষা কবচ’ নিয়ে দলীয় কর্মীদের সঠিকভাবে কাজ করার অনুরোধ করেন। বাংলার মানুষের কাছে সম্প্রীতির ভাবধারা কোনভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না এবং এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে তিনি কুর্নিশ করেন।
ওই মিছিলে পা মেলান ব্লক সভাপতি অরুপ বিশ্বাস, তৃণমূল নেতৃত্ব কেয়া দাস,নিলয়, রাজ্জাক,আব্দুল অদুদ,রাজা, গোলাম,শেখর ঘোষ, শর্মিষ্ঠা সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.