সিরডি যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনা !মৃ*ত মহিলা সহ ১০! আহত ১৭

0
3

সিরডি যাওয়ার পথে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা! এর জেরে মৃত্যু হয়েছে ১০ জনের। মৃতদের মধ্যে ৭ জনই মহিলা। আহত ১৭ যাত্রী। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন:মর্মান্তিক পথ দুর্ঘটনা মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭ ডাক্তারি পড়ুয়ার মৃত্যু

পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকালে মহারাষ্ট্রের পাথারে গ্রামের কাছে নাসিক-সিরডি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ৪৫ জন যাত্রী নিয়ে সিরডির উদ্দেশে রওনা দিয়েছিল একটি বাস। ঠাণে জেলার অম্বরনাথ থেকে ছেড়েছিল বিলাসবহুল বাসটি। পথে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের সিন্নার গ্রামীণ হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।


ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে যানজট হয়েছে।