দীর্ঘ ৬ বছরের প্রতীক্ষার অবসান। রাজ্যে শিক্ষক নিয়োগে বঞ্চনার শিকার হয়েছিলেন যে সকল যোগ্য প্রার্থী, অবশেষে নিয়োগ পেলেন তাঁরা। ৫১ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন:আজ ৬৫ বঞ্চিত যোগ্য প্রার্থীকে চাকরিতে নিয়োগ করতে চলেছে এসএসসি

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় কলকাতা হাইকোর্টের। নির্দেশে নিয়োগে আগেই ভুয়ো সুপারিশের কথা জানানো হয়। আদালতের নির্দেশ মেনে ঘুরপথে চাকরি পাওয়া ১৮৩ জন অযোগ্য প্রার্থী তালিকাও প্রকাশ করেছে কমিশন।

কমিশন সূত্রে খবর, Rank Jumping-র মাধ্যমে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সন্ধান করতে গিয়েই ওই ১৮৩ জনের হদিশ মিলেছে। তাঁদের সকলেরই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিকে ডিআইদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, ভুয়ো সুপারিশ পাওয়ার পরেও এখনও চাকরিতে যোগ দেননি ১০২ জন। সেই শূন্যপদে এবার প্য়ানেল থেকে বঞ্চিত প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। শুক্রবারই সুপারিশপত্র দেওয়ার জন্য ৬৫ জনকে ডেকে পাঠিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তথ্য যাচাইয়ের পর, তাঁদের মধ্যে ৫১ জন নিয়োগপত্র পেলেন এদিন।





































































































































