৩১ জানুয়ারি দু’দিনের বীরভূম সফরে যাবেন মুখ্যমন্ত্রী

0
1

আর কয়েক মাসের মধ্যেই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েতকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। শীর্ষ নেতৃত্ব জেলায় জেলায় চষে ফেলছেন। তবে গরু পাচার কাণ্ডে দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেল আপাতত হেফাজতে, এই পরিস্থিতিতে বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



আরও পড়ুন:কলকাতায় গঙ্গারতির প্রস্তুতি বিবেকানন্দের জন্মতিথিতেই, ঘোষণা মমতার

সূত্রের খবর, একদিকে যেমন জেলা আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন, তেমন অন্যদিকে রাজনৈতিক কর্মিসভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ জানুয়ারি বোলপুরে তিনি প্রশাসনিক বৈঠক করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পরদিন ১ ফেব্রুয়ারি তিনি কর্মিসভা করবেন। কিন্তু কর্মিসভা কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে।