স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) ১৬০ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে দীর্ঘ নিবন্ধ পোস্ট করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার, রাজ্যপালের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে (Official Twitter Handle) স্বামী বিবেকানন্দকে নিয়ে তাঁর লেখা চারপাতার একটি প্রবন্ধ প্রকাশ করা হয়। লেখার ছত্রে ছত্রে রাজ্যের সাংবিধানিক প্রধান স্বামীজির বাণী উল্লেখ করেন। লেখেন স্বামীজির অমোঘ বাণী, “ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।“

অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে রাজ্যপাল লেখেন, “বিবেকানন্দ তাঁর জীবনের মাধ্যমে দেখিয়েছিলেন যে যুবকরা অতীতের সৃষ্টি বা বর্তমানের রক্ষক নয়, বরং ভবিষ্যতের স্রষ্টা।“ রাজ্যপাল তাঁর লেখায় উল্লেখ করেন স্বামীজির বিখ্যাত বাণী। ‘আপনি নিজেকে যা ভাববেন, আপনি তাই হবেন। আপনি যদি নিজেকে দুর্বল মনে করেন তবে আপনি দুর্বল হবেন। যদি নিজেকে শক্তিশালী ভাবেন, তাহলে শক্তিশালী হবেন। যদি আপনি নিজেকে অশুদ্ধ ভাবেন, তাহলে অশুদ্ধ হবেন। যদি নিজেকে খাঁটি ভাবেন তাহলে খাঁটি হবেন।’
— Raj Bhavan Media Cell (@BengalGovernor) January 12, 2023

ভারতের সন্ন্যাসী যুবক “তরুণদের অদম্য চেতনার প্রতিনিধিত্ব করেন“ বলে উল্লেখ করেছেন সিভি আনন্দ বোস। লেখেন, “বিবেকানন্দ তরুণদের অদম্য চেতনার প্রতিনিধিত্ব করেন। বাধা অতিক্রম করার সংকল্পের প্রতিনিধিত্ব করেন তিনি। যুবশক্তির ভবিষ্যতের প্রতিনিধিত্ব করেন স্বামী বিবেকানন্দ।“ একইসঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধানের সংযোজন, “মহান জাতির সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং চেতনায় যা কিছু সেরা বিবেকানন্দ তার প্রতিনিধিত্ব করেন।“











































































































































