জোশীমঠের পর কর্ণপ্রয়াগেও এবার ফাটল আতঙ্ক! উদ্বেগে দিন কাটাচ্ছেন বহু মানুষ

0
1

জোশীমঠে পর কর্ণপ্রয়াগেও এবার ফাটল আতঙ্ক। উত্তরাখণ্ডের চামোলী জেলা এই প্রান্তে একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যা নিয়ে এলাকাবাসীর মনে উদ্বেগ বেড়েছে । সূত্রের খবর, কর্ণপ্রয়াগের প্রায় ৫০টি বাড়িতে ফাটল লক্ষ্য করা গেছে। এমনকী কোথাও কোথাও ছোটখাটো ধসও নেমেছে।

আরও পড়ুন:জোশীমঠের পর এবার আলিগড়েও ‘ফাটল’ আতঙ্ক, অভিযোগ পেয়েও নীরব প্রশাসন

জানা গেছে, কর্ণপ্রয়াগের এই ঘটনার পর বহুগুণা নগরের বহু পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর সরকারের কাছে সাহায্যও চেয়েছে স্থানীয় পুরসভা। তবে এখনও কর্ণপ্রয়াগের মেইন মাণ্ডি, অর্থাৎ প্রধান বাজার এলাকার ৩০টি পরিবার এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে।


অন্যদিকে, জোশীমঠের ফাটলও ক্রমশ বড় আকার ধারণ করছে। এই আতঙ্কের মধ্যেই একাধিক নির্মাণ ভাঙার কাজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। সূত্রের খবর, জোশীমঠে এখনও ৭০০-রকাছাকাছি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। এর মধ্যে মাত্র ৮০-৮১টি পরিবারকে অন্যত্র সরানো সম্ভব হয়েছে। কিন্তু বেশিরভাগ পরিবারই এখন বাড়িঘর ছেড়ে ওই কনকনে ঠান্ডার মধ্যে খোলা আকাশের নীচেই রাত কাটাচ্ছেন।