Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) আজ ইডেনে ভারত-শ্রীলঙ্কা মহারণ। দ্বিতীয় একদিনের ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম‍্যাচকে ঘিরে সমর্থকদের উৎসাহ তুমুল।

২) অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব মেলবোর্ন ভিকট্রিকে রেকর্ড পরিমাণ জরিমানা করা হল। ম্যাচ চলাকালীন ক্লাবের সমর্থকরা মাঠে ঢুকে পড়ায় ৩ লাখ ৮০ হাজার ডলার ভারতীয় মুদ্রায় যা ৩ কোটি ১০ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে।

৩) অভিষেক ম্যাচ খেলতে নেমে গোল করলেন ইওয়ান জৌমা। ৩০ গজ দূর থেকে গোল। কিন্তু তাঁর করা গোলে রেগে গেলেন সতীর্থরা। কারণ গোলটি আত্মঘাতী। হেরেও গেল ইওয়ানের দল মেডস্টোন ইউনাইটেড।

৪) ফিটনেস সমস্যায় অস্ট্রেলিয়ান ওপেনের আগে উদ্বেগ নোভাক জোকোভিচকে নিয়ে। মেদভেদেভের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

৫) নির্বাচক কমিটি বেছে নেওয়া হয়েছে তার প্রধান হিসাবে রেখে দেওয়া হয়েছে চেতন শর্মাকে। তিনি আগের কমিটিরও প্রধান ছিলেন। তাঁকেই আবার বেছে নেওয়া নিয়েও প্রশ্ন উঠছে। এমন অবস্থায় মহম্মদ আজহারউদ্দিন মনে করেন চেতনের উচিত এই ধোঁয়াশা কাটানো।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ