শনিবার আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি। শেষম্যাচে এফসি গোয়াকে হারিয়ে এই মুহূর্তে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে জুয়ান ফেরান্দোর দল। শীর্ষে থাকা মুম্বইকে হারানোর জন্য চলছে কঠিন অনুশীলন। তবে বছরের শুরুতে জয় দিয়ে অভিযান শুরু করতে চায় বাগান ব্রিগেড। দলের প্রস্তুতি এবং পরিকল্পনার সম্পর্কে এটিকে মোহনবাগান মিডিয়াকে এমনটাই জানালেন দিমিত্রি পেত্রাতোস এবং প্রীতম কোটাল।
শনিবারের ম্যাচ নিয়ে প্রীতম বলেন,”মুম্বইয়ের এখন স্বপ্নের দৌড় চলছে। ওদের হারাতে হলে উইং প্লে থামাতে হবে। চাংতে আর বিপিন দারুণ খেলছে এবার। আমার মনে হয় তারা জীবনের সেরা ফর্মে আছে। দুটো উইং দিয়ে ওরাই আক্রমণ্টা তৈরী করছে। আমাদের তাই সতর্ক থাকতে হবে। ওদের থামাতে পারলেই মুম্বইয়ের অর্ধেক শক্তি ক্ষয় হয়ে যাবে।”
নিজেদের প্রস্তুতি এবং মুম্বই ম্যাচের পরিকল্পনা নিয়ে প্রীতম বলেন,”মুম্বই প্রথম কুড়ি মিনিট খুব ভয়ঙ্কর। প্রায় সব ম্যাচেই দেখছি ওরা যা গোল করার তা শুরুর দিকেই করছে। আমাদের প্রথম পর্বের ম্যাচেও সেটাই করেছিল। পরে আমরা সমতায় ফিরি। সেজন্য শনিবারের প্রথম কুড়ি-পচিশ মিনিট খুব গুরুত্বপূর্ণ। আমরা সেটা নিয়ে ড্রেসিংরুমে বাঁ টিম মিটিংয়ে আলোচনা করেছি। আইএসএলে মুম্বাইয়ের শক্ত গাঁট কিন্তু আমরাই। এটিকে মোহনবাগান একবারও জিততে পারেনি এটা ঠিক, কিন্তু স্কোর গুলো দেখুন একটা ম্যাচ বাদে সব ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবছর দুবার মুম্বইয়ের সঙ্গে খেলেছি আমরা। দুটোই ড্র হয়েছে। আমাদের কাছে তাই চ্যালেঞ্জ, সেটা বদলাবার। এবং সেজন্য জয়টাই মোটিভেশোন। ওদের হারাতে পারলে লিগ টেবিলে আমরা আরও ভাল জায়গায় পৌঁছে যাবো। নতুন বিদেশি আসার পর আমাদের শক্তি বেড়েছে। নতুন বছরের প্রথম ম্যাচ জিতে শুরু করতেই হবে। এবং আমার বিশ্বাস নিজেদের খেলা খেলতে পারলে মিথ ভেঙে দেব।”
এদিকে মুম্বই ম্যাচ নিয়ে দিমিত্রি পেত্রাতোস বলেন,” মুম্বই সিটি এফসি শক্তিশালী দল। সেই দলকে হারান আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ। আমি খেলতে এসে জেনেছিলাম মোহনবাগান এখনও ওদের হারাতে পারেনি। এবারের দুটি ম্যাচেও ড্র হয়েছে। কিন্তু আশা করি শনিবার আমরা জয় পাবো। মুম্বইয়ের সব ম্যাচ দেখেছি। ওদের ভালো ফুটবলার আছে। ওদের হারানো এখন আমাদের মটিভেশন। আমাদের দু’জন নতুন বিদেশি দলে আসায় অপসন অনেক বেড়ে গিয়েছে।”