বাংলার ছকে এবার ত্রিপুরাতেও বাম-কংগ্রেস জোট! ইঙ্গিত ইয়েচুরির

0
1

বাংলার পথে হেঁটে ত্রিপুরাতেও(Tripura) জোটের পথে হাঁটতে চলেছে সিপিএম-কংগ্রেস, এই জল্পনা শুরু হয়েছিল আগেই। ত্রিপুরার মাটিতেই বাম-কংগ্রেসের জোট সম্ভাবনাই এবার উস্কে দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি(Sitaram Yechury)। তিনি আশাবাদী, পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও হতে পারে কংগ্রেস-সিপিএম(Congress-CPIM) জোট। সেই জোটে থাকতে পারে আদিবাসী অধ্যুষিত শক্তি তিপ্রা মথা-ও।

আগরতলায় সিপিএমের সদরদফতরে বুধবার সাংবাদিক বৈঠক করেন সীতারাম ইয়েচুরি। সেখানে তিনি বলেন, “আমাদের প্রথম লক্ষ্য, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে দেশকে মুক্ত করা। তাই ত্রিপুরায় আগামী নির্বাচনে বিজেপিকে হারাতে যা যা করার দরকার তা আমরা করব।” নিজেদের লক্ষ্য পূরণে কংগ্রেসের হাত ধরতেও যে বামেদের আপত্তি নেই সেকথা স্পষ্ট করে দিয়ে ইয়েচুরি বলেন, “আসন রফা অবশ্যই ভোটের আগে হবে। তবে সেই আসন সংখ্যা কত হবে তা এখনই বলা সম্ভব নয়।”

ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জটের পরিকল্পনা। একদিকে যখন বাম -কংগ্রেসের জোটের সম্ভাবনা যখন কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে, ঠিক সেই সময় তিপ্র মথার নেতা প্রদ্যোৎ বর্মণকে জোটে নিতে চাইছে দুপক্ষই। অন্যদিকে আবার তৃণমূলের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা শুরু করেছেন প্রদ্যুত। এই পরিস্থিতিতে শুরু হয়েছে জটিলতা। তবে তিপ্রা মথার পৃথক রাজ্যের দাবিকে সমর্থন না করলেও জনজাতি উন্নয়ন নিয়ে তাঁদের দাবিকে বুধবার সাংবাদিক বৈঠক থেকে সমর্থন জানিয়েছেন ইয়েচুরি।