জোশীমঠের পর এবার আলিগড়েও ‘ফাটল’ আতঙ্ক, অভিযোগ পেয়েও নীরব প্রশাসন

0
2

‘ডুবন্ত’ জোশীমঠ বাসযোগ্য নয় বলে ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। চলছে বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ। এরইমধ্যে ফাটল দেখা দিল উত্তরপ্রদেশের আলিগড়ে। শহরের কাওয়ারিগঞ্জ এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন:তিন বছর ধরেই জোশীমঠ ক্রমশ তলিয়ে যাচ্ছিল, সমীক্ষার ফল দেখেও পাত্তা দেয়নি মোদি সরকার

স্থানীয় বাসিন্দা শশী বলেন, ‘‘গত কয়েক দিন ধরেই বাড়িতে ফাটল দেখতে পাচ্ছি। জোশীমঠের ঘটনার পর এ সব দেখে আমরা ভয় পেয়ে গিয়েছি। পুরসভায় এ নিয়ে অভিযোগও জানানো হয়েছে। কিন্তু কিছু করার পরিবর্তে তারা কেবল শুকনো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আমরা ভয় পাচ্ছি যে, আমাদের বাড়িগুলোও না ধসে পড়ে।’’

সূত্রের দাবি, বিপত্তির সূত্রপাত একটি পাইপলাইন বসানোকে কেন্দ্র করে। কেন্দ্রীয় সরকারের ‘স্মার্ট সিটি মিশন’-এর আওতায় আলিগড়ে মাটির তলায় পাইপ বসানোর কাজ হয়েছে। মাটির তলায় জায়গায় জায়গায় সেই পাইপই ফেটে গিয়ে জল বেরিয়ে আসছে। তাতেই স্থানীয় ভূমির গঠনে পরিবর্তন হচ্ছে। তারই ফলশ্রুতি রাস্তা, বাড়িতে ফাটল।

পুরসভার অতিরিক্ত পুর কমিশনার রাকেশকুমার যাদব জানান, ‘‘আমরা অভিযোগ পেয়েছি যে, কাওয়ারিগঞ্জের কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। পুরসভাকে দল পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’’