স্থানীয়দের ক্ষোভের মুখে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল (Kapil Moreshwar Patil)। মালদহে গাড়ি থেকে নামতেই তাঁর কনভয় ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে গঙ্গা ও ফুলহার নদী (Ganga & Phoolhar River)ঘেরা ভুতনি চর এলাকায় ভাঙন দুর্গত ও সাধারণ মানুষের সমস্যা পরিদর্শনে যান কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী (Union Minister of State)। তাঁর সঙ্গে ছিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র (Srirupa Mitra)চৌধুরী ও জেলা বিজেপি (BJP)নেতৃত্ব। একাধিক দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা, দেখানো হয় কালো পতাকা। আবাস তালিকায় নাম না থাকা থেকে শুরু করে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানসহ একাধিক দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে বিক্ষোভ শুরু হয়। ‘জবাব চাই’ দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

পঞ্চায়েত প্রকল্প নিয়ে বৈঠকে যোগ দিতে বুধবার সকালে মালদহে মানিকচকের ভূতনি উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিক্ষোভের মাঝেই তিনি চন্ডিপুরে পৌঁছন। গ্রামবাসীদের দাবি অনেক আশা নিয়ে তাঁরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সঙ্গে কোনো কথাই বলেননি। তাঁদের বক্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর রাজনীতি করতে এসেছেন গ্রামে। শিয়রে পঞ্চায়েত ভোট। নিজেদের ভোট ব্যাংককে সুনিশ্চিত করতেই গ্রামে এসেছেন মন্ত্রী। যদিও এদিন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দাবি করেন, “গ্রামবাসীরা অভাব-অভিযোগ জানায়নি। শুধুমাত্র গঙ্গার ভাঙন (River Erosion) নিয়ে তাঁদের সমস্যা রয়েছে। সে কথা জানিয়েছে। বিষয়টি রাজ্য কেন্দ্রকে জানাক, সেই অনুযায়ী ব্যবস্থা হবে।”






































































































































