অযোধ্যায় রামমন্দিরে হা*মলার পরিকল্পনা পাক জ*ঙ্গি গোষ্ঠীর!

0
1

অযোধ্যায় রামমন্দিরে হামলার পরিকল্পনা করছে পাক জ*ঙ্গি গোষ্ঠীরা! গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তানের স*ন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি এবার অযোধ্যার রাম জন্মভূমিতে বড় ধরনের হা*মলার পরিকল্পনা করেছে।

সূত্রের খবর, হামলার পরিকল্পনা করা হয়েছে নেপালের পথ ধরে। নেপাল থেকে ভারতের পথে বি*স্ফোরক ও আ*ত্মঘাতী বোমা আনার পরিকল্পনা করা হচ্ছে। কারণ ভারত ও পাকিস্তানের সীমানায় কড়া নিরাপত্তা রয়েছে। তার তুলনায় নেপাল ভারত সীমান্তে নিরাপত্তা কম। সেই জন্যই হা*মলার ছক কষতে এই পথকে বেছে নিয়েছে পাক জঙ্গি সংগঠনগুলি। সূত্রের খবর, জৈশ ছাড়াও ল*স্কর ই তৈবার জঙ্গিরা এই হামলার পরিকল্পনার পেছনে রয়েছে।

গোয়েন্দা সূত্রের কথা অনুসারে, পাকিস্তানে বর্তমানে বিপুল সংখ্যায় সন্ত্রাসবাদী সংগঠনগুলি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এমনকী তালিবানও তাদের কোনও ধরনের সমর্থন করছে না। আইএসআই এখন নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে ভারতে কোনও না কোনওভাবে কিছু কার্যক্রম চালাতে চাইছে। রাম মন্দিরে যে কোনও হামলা, বড় বা ছোট, আইএসআই এবং তার সংশ্লিষ্ট সন্ত্রাসীদের আবার প্রাসঙ্গিক করে তুলবে বলেই এই ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- অভিষেকের সঙ্গে দুই বিজেপি বিধায়কের সাক্ষাতে দলবদলের জল্পনা তুঙ্গে