স্মার্ট ফোনকে এবার অস্ত্রে পরিনত করুন: ‘দিদির দূত’ অ্যাপ প্রসঙ্গে বার্তা অভিষেকের

0
3

পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে বুধবার থেকে শুরু হয়েছে তৃণমূলের নয়া কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ'(Didir surakha kabach)। এই প্রকল্পের সহযোগিতায় ‘দিদির দূত’ নামক অ্যাপ চালু করেছে ঘাসফুল শিবির। বুধবার এই অ্যাপের আনুষ্ঠানিক সুচনায় ভিডিও বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। জানালেন, ”এবার থেকে স্মার্টফোনকেই (Smart Phone) অস্ত্রে পরিণত করুন।”

বুধবার ১ মিনিট ১৬ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেন, “দিদির দূত অ্যাপ ডাউনলোড করুন। এর মাধ্যমে সরাসরি আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন দিদিকে। মমতা বন্দোপাধ্যায়ের যে কোনও অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখা যাবে। তাঁর ঘোষণা করা যে কোনও সরকারি কর্মসূচি সংক্রান্ত তথ্যও জানতে পারবেন।” অভিষেক আরও জানান, “প্রচার সংক্রান্ত যে কোনও তথ্য ছবি, ভিডিও এই অ্যাপ মারফত জানা যাবে। দিদির উন্নয়নের কাজে একজন বার্তাবাহক হিসাবে এই অ্যাপ ডাউনলোড করুন। যে বিপুল কাজ হয়েছে, তা যেন আপনাদের এলাকায় ত্বরান্বিত ও অব্যাহত থাকে, তা দেখুন। আপনিও দিদির সৈনিক, নিজের স্মার্ট ফোনকে অস্ত্রে পরিণত করুন।” তৃণমূল সূত্রে জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং হবে এই অ্যাপে। পাশাপাশি এই ডিজিটাল পদ্ধতিতে স্মার্টফোনেই মিলবে সরকারের যাবতীয় সামাজিক প্রকল্পের হদিস।

এদিকে মঙ্গলবারই তৃণমূলের নয়া কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’-এর প্রথম দিনের বিস্তারিত সূচি প্রকাশ করেছে তৃণমূল। দেখে নিন সেই তালিকা…