শেষ শীতের ইনিংস? কলকাতায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

0
1

সামনেই পৌষ সংক্রান্তি। তার আগেই কলকাতায় কিছুটা বাড়ল তাপমাত্রা পারদ।যদিও স্বাভাবিকের তুলনায় ১ডিগ্রি কম রয়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কনকনে ঠাণ্ডায় সাগরে স্নান করতে হবে না পুণ্যার্থীদের। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।আগামী কয়েকদিনে কলকাতা ও সংলগ্ন এলাকায় ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন:চেনা শীতের দেখা নেই, নতুন বছরের দ্বিতীয় দিনেও পারদ ঊর্ধ্বমুখী

মঙ্গলবার সকাল থেকেই পুরু কুয়াশায় মুখ ঢেকেছিল কলকাতা -সহ পার্শ্ববর্তী এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সারাদিন কলকাতার আকাশ থাকবে মেঘমুক্ত। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি।আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার কারণে পৌষ সংক্রান্তির আগে থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দুর্বল হয়ে এসেছে উত্তুরে হাওয়া। বদলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে কয়েক ডিগ্রি। সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিসেম্বর মাসে রাজ্যে প্রত্যাশিত ঠান্ডা পড়েনি। তবে বছরের শুরুতেই টানা কয়েকদিন শীতের দাপট দেখা গিয়েছিল। কলকাতায় গত শুক্রবার তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে। জেলায় জেলায় অব্যাহত ছিল পারদপতন। তবে তার পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।