তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অথচ তাঁর বিরুদ্ধেই চলছে ডাকাতির মামলা। ২০০৯ সালে আলিপুরদুয়ারের(Alipurduar) দুই সোনার দোকানে ডাকাতি মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলেন কোচবিহারের বিজেপি(BJP) সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আলিপুরদুয়ার আদালতে তিনি আত্মসমর্পণ করেন বলে জানা গিয়েছে।

২০০৯ সালে আলিপুরদুয়ারে দুই সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। এই মামলায় অভিযুক্ত ছিলেন নিশীথ প্রামাণিক। প্রথম ঘটনায় আই পি সি (IPC) ৪৫৭,৩৮৫ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু হয়। এবং দ্বিতীয় ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪৬১, ৩৭৯ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। হাইকোর্টের অনুমতি ক্রমে এই দুই মামলা আলিপুরদুয়ারের (Alipurduar) ট্রায়াল কোর্টে চলছে। এই ঘটনায় গত নভেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা।
এরপর গত ৭ ডিসেম্বরের মধ্যে নিশীথ প্রামাণিককে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে। আদালতের সেই নির্দেশের পর ১০ তারিখ নিশীথ নিজেই আলিপুরদুয়ার আদালতে যান। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন কর্মী, সমর্থক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে আদালত চত্ত্বর ছিল নিরাপত্তা বলয়ে মোড়া। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেরিয়ে যান তিনি। এ বিষয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।









































































































































