দিদির সুরক্ষা কবচ: প্রথম দিনের বিস্তারিত সূচি প্রকাশ তৃণমূলের

0
2

পঞ্চায়েত নির্বাচনকে(Panchayat election) মাথায় রেখে বুধবার থেকে রাজ্যে শুরু হচ্ছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। সেই লক্ষ্যে আগামীকাল ছটি জেলার ৪৪ টি জায়গায় যাবেন দিদির দূতরা(Didir dut)। কর্মসূচি প্রথম দিন উপলক্ষে তৃণমূলের(TMC) তরফে ইতিমধ্যেই দিদির দূতেদের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই নির্দিষ্ট এলাকায় গিয়ে রাত কাটাবেন দিদির দূতেরা।

তৃণমূলের প্রকাশিত তালিকা অনুযায়ী, দিদির দূতরা ৬ জেলার যে ৪৪ টি জায়গায় যাবেন তার মধ্যে মুর্শিদাবাদ জেলায় ১০ টি, নদীয়ায় ৫, হাওড়ার ৮, হুগলির ৮, পূর্ব মেদিনীপুরের ৭ জায়গায়, পূর্ব বর্ধমানের ৪ জায়গা। সংশ্লিষ্ট এলাকাগুলিতে উপস্থিত থাকবেন ১৮ জন বিধায়ক, ৩ জন সাংসদ, ৯ জেলা সভাপতি, ৭ জেলার চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি ৫ জন, ১জন জেলা মহিলা সভাপতি এবং স্পেশাল ক্যাটাগরির তিনজন। সংশ্লিষ্ট জেলায় প্রথম দিনের কর্মসূচি পালনে উল্লেখযোগ্য যে নামগুলি প্রকাশ্যে এসেছে তারা হলেন, সাংসদ মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, বেচারাম মান্না, খলিলুর রহমান, আবু তাহের খান, অসীমা পাত্র, মনোরঞ্জন ব্যাপারি সহ অন্যান্যরা।

একঝলকে দেখে নিন প্রথম দিনের কর্মসূচির তালিকা…