বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর এলিতেলি মন্তব্যের পাল্টা মিঠুনকে ধুয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।মিঠুনের মন্তব্যের জবাবে কুণাল অতীতের অনেক ঘটনার কথা তুলে ধরেন।তিনি দাবি করেন এই এলিতেলির কাছে মিঠুনকে অনেক কারণে আসতে হয়েছিল। তবে মিঠুন যে ভাল অভিনেতা, তারও উল্লেখ করেন কুণাল।
বিস্ফোরক কুণাল দাবি করেন, রাজনৈতিক কারণে অনেক বারই মিঠুন তাঁর সাহায্য নিয়েছেন। এমনকি, অভিনয়ের ক্ষেত্রেও। কুণাল বলেন, আজ যাঁকে উনি এলিতেলি গঙ্গারাম বলছেন তাঁর সঙ্গে কেমন যোগাযোগ ছিল তিনি তা নিজে ভাল করে জানেন। আমি এখনও বলছি, ওই চরিত্রটায় পরান বন্দ্যোপাধ্যায় ঢের ঢের ভাল অভিনয় করতেন। একই সঙ্গে তিনি বলেন, মিঠুনদা যে ভাল অভিনেতা তা তো অস্বীকার করা যাবে না। কিন্তু ভাল অভিনেতা মানেই সব ছবি হিট করবে তা তো বলা যায় না। যদি টিআরপি-র কথা উনি বলেন, তবে ক’টা ছবি করেছেন আর ক’টা হিট তার হিসাব করলেই বোঝা যাবে।
এর পরে ‘এলিতেলি গঙ্গারাম’ মন্তব্যের জবাবে নানা বিস্ফোরক দাবি করেন কুণাল। তিনি সাফ জানান, ওঁকে এই এলিতেলি গঙ্গারামের সঙ্গে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঝামেলা মেটাতে হয়েছিল। এর সঙ্গে গিয়েই সুভাষ চক্রবর্তীর সঙ্গে দূরত্ব মেটাতে হয়েছিল। এর সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের কাছে গিয়েই পদ্মশ্রীর সুপারিশ পাঠাতে হয়েছিল। কুণালের আরও সংযোজন, উনি তো নিজেকে সাপ বলেন। সাপের মতোই উনি মরসুমে মরসুমে খোলস বদলান।
উল্লেখ্য, মঙ্গলবার বিজেপির কর্মসূচিতে ত্রিপুরা সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মিঠুন ‘এলিতেলি গঙ্গারাম’ বলে কুণালকে কটাক্ষ করেন। এরপরই মিঠুনকে কার্যত ধুয়ে দিলেন কুণাল।