আকাশদীপ এবং মুকেশ কুমারের বলের দাপটে দিনের শেষে বরোদার রান সংখ‍্যা ৭ উইকেট হারিয়ে ২২২

0
12

মঙ্গলবার রঞ্জি ট্রফির এলিট গ্রুপের ম‍্যাচে নামে বাংলা। প্রতিপক্ষ বরোদা। আর প্রথমদিনের শেষে  ৭ উইকেট হারিয়ে ২২২ রান তোলে বরোদা। বাংলার হয়ে চার উইকেট আকাশদীপের। এই ম‍্যাচে ফিরলেন মুকেশ কুমার। আর ম‍্যাচে ফিরেই নিলেন তিনটি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় বরোদা। বরোদার হয়ে ৮৫ রান করেন যওতসনীল সিং। ৫০ অর্ধশতরান করেন প্রীয়াংশু মলিয়া। নিনাদ রাথবা করেন ২০ রান। বাংলার হয়ে চার উইকেট আকাশদীপের। এবং তিনটি উইকেট মুকেশ কুমারের। ম‍্যাচের দ্বিতীয় দিনের শুরুতে বাংলার লক্ষ‍্য বরোদার বাকি তিন উইকেট ফেলে নির্ধারিত লক্ষ‍্যে বিপক্ষ দলের রান বেঁধে রাখার। এলিট গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে বাংলা, তৃতীয় স্থানে বরোদা। চারটি ম্যাচ খেলে ১৯ পয়েন্টে বাংলা, সমসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্টে বরোদা। এই ম্যাচটিতে ঘরের মাঠে অবশ্যই সরাসরি জিততে চাইবে বাংলা পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা পাকা করার জন্য।