জল্পনাই সত্যি হলো। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ। সোমবার টুইট করে এমনটাই জানাল বিসিসিআই। আগামিকাল গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ। আর তার আগের দিনই বিসিসিআই জানিয়ে দিল বুমরাহ-এর ছিটকে যাওয়া।
রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই বুমরাহকে নিয়ে এই মুহূর্তে তাড়াহুড়ো করতে চায় না। কারণ শীঘ্রই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে ভারত। আর সেই সিরিজে বুমরাহ অত্যন্ত প্রয়োজনীয় একজন ক্রিকেটার হতে চলেছেন। আর সেই কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বুমরাহকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া জানা যাচ্ছে, বুমরাহ এখনও পুরোপুরি ফিট নন। যদিও বুমরাহ-এর পরিবর্ত হিসাবে জাতীয় দলের নির্বাচকরা দলে আর কাউকে নেয়নি। সূত্রের খবর, বুমরাহকে নিউজিল্যান্ড সিরিজে দেখা যেতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত তিনটি একদিনের এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে। সিরিজটি ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে।
NEWS – Jasprit Bumrah ruled out of 3-match #INDvSL ODI series.
More details here – https://t.co/D45VColEXx #TeamIndia
— BCCI (@BCCI) January 9, 2023













































































































































