মেসিদের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে রোনাল্ডোর, জানালেন আল নাসেরের কোচ এরিক গার্সিয়া

0
1

লিওনেল মেসির দলের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। নিষেধাজ্ঞার কারণে নতুন ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর এখনও পযর্ন্ত ক্লাবের হয়ে অভিষেক হয়নি সিআরসেভেনের। তবে এইবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। পিএসজির বিরুদ্ধে অভিষেক ঘটতে চলেছে রোনাল্ডোর। তবে আল নাসেরের হয়ে নয়, সৌদি আরবে রোনাল্ডোর অভিষেক হতে চলেছে প্রদর্শনী ম্যাচে। আল হিলাল এবং আল নাসের দল মিলিয়ে একটি প্রথম একাদশ তৈরি করা হবে, যারা খেলবে পিএসজির বিরুদ্ধে। এমনটাই জানালেন আল নাসেরের কোচ এরিক গার্সিয়া।

এদিন আল নাসেরের কোচ এরিক গার্সিয়া বলেন,” রোনাল্ডোর অভিষেক আল নাসেরের জার্সিতে হবে না। আল নাসের ও আল হিলাল এর যৌথ টিমের হয়ে খেলতে দেখা যাবে তাকে। আল নাসেরের কোচ হিসাবে এই ম্যাচের জন্য আমি অত্যন্ত খুশি। নিজেদের উন্নত করতে আমরা সব সময় পিএসজি-র মতো ক্লাবকে দেখি। ওদের থেকে শিখি। তিনদিন পরে লিগের একটা ম্যাচ রয়েছে আমাদের। সূচি অনুযায়ী, এর থেকে ভাল সময়ে ম্যাচটা হতে পারত না। আমরা প্রথম স্থানে রয়েছি। সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এই লিগ জেতা খুবই কঠিন। কিন্তু রোনাল্ডোকে পেয়ে আমরা সেই কাজটাই করে দেখাতে চাই।”

আগামী শনিবার আল শাবাবের বিরুদ্ধেও পাওয়া যাবে না রোনাল্ডো। প্রদর্শনী ম্যাচে খেলার পর আল নাসেরের হয়ে খেলতে সমস্যা নেই রোনাল্ডোর।