সূর্যকুমার যাদবের খেলায় মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি। কপিল দেব এতটাই মুগ্ধ যে সূর্যের ব্যাটিং-এর সঙ্গে সচিন তেন্ডুলকর, ভিভ রিচার্ডস, বিরাট কোহলি, রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের সঙ্গে তুলনা করেছেন তিনি।
এদিন এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন,”কখনও কখনও আমি ওর ইনিংসকে কী ভাবে বর্ণনা করব, সেটা বুঝে উঠতে পারিনি। আমরা যখন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলিকে দেখি, তখন অনুভব করি, একদিন এমন একজন খেলোয়াড় আসবে, যিনি আমাদের ভাবতে বাধ্য করবেন যে, তিনিও এই তালিকারই অংশ। ভারতে সত্যিই অনেক প্রতিভা আছে।”
এখানেই না থেমে কপিল দেব আরও বলেন,”সূর্য যে ধরনের ক্রিকেট খেলে, বিশেষ করে ফাইন লেগের উপর দিয়ে যখন ল্যাপ শট মারে, সেখানে একজন বোলারের কী করার থাকতে পারে? ওকে ফুল ডেলিভারি করতে বোলাররা ভয় পায়। ও আপনাকে মিড অনের উপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে পারে, ফ্লিক করেও ছয় মারতে পারে, এটা বোলারদের জন্য কঠিন হয়ে উঠেছে। ধারাবাহিক ভাবে লাইন এবং লেন্থ সঠিক ভাবে পিক করছে ও। বোলারদের সঙ্গে খেলছে ও।”
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ১১২ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর দুরন্ত ইনিংসের সুবাদে টি-২০ সিরিজ পকেটে পোরে হার্দিক পান্ডিয়ারা।