গুটখার প্যাকেটে পাচার বৈদেশিক মুদ্রা! কলকাতা বিমানবন্দরে আটক অভিযুক্ত

0
1

ফের অভিনব কায়দায় পাচার! এবার পর্দা ফাঁস কলকাতা বিমানবন্দরে। গুটখার প্যাকেটের আড়ালে পাচার হচ্ছিল বৈদেশিক মুদ্রা। কয়েক হাজার মার্কিন ডলার। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটক অভিযুক্ত যাত্রী।

জানা গিয়েছে, প্রায় ৪০ হাজার মার্কিন ডলার মূল্য পাচার করতে গিয়ে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়লেন ওই ভারতীয় নাগরিক। নাম গঙ্গা সাগর। আজ, সোমবার বেসরকারি বিমান সংস্থার SG83 উড়ানে গঙ্গা সাগর ব্যাংককের উদ্দেশে রওনা হচ্ছিলেন। তখনই শুল্ক দফতরের আধিকারিকদের সন্দেহ হওয়ায় তাঁকে আটক করা হয়। তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৪০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩২ লক্ষ ৭৮ হাজার টাকা।

পুলিশ তদন্ত করে দেখছেন, এই বিপুল অংকের টাকা গুটখার প্যাকেটে করে নিয়ে যাচ্ছিলেন তিনি। শুল্ক দফতরের কলকাতা বিমানবন্দর শাখার আধিকারিকদের তরফে এমনটাই জানানো হয়েছে। এই বৈদেশিক মুদ্রা পাচারের পিছনে আরও বড় কোনও চক্র আছে কিনা, তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন- মেসিদের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে রোনাল্ডোর, জানালেন আল নাসেরের কোচ এরিক গার্সিয়া