প্রয়াত শিল্পী সনৎ কর। রবিবার রাত পৌনে তিনটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া শিল্পজগতে।

আরও পড়ুন:প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী রাজিতা কোচার

ভারতীয় ছাপাই ছবির জগতে সনৎ কর এক পুরোধা শিল্পী। ভারতে গ্রাফিক প্রিন্টিংয়ের কাজে নানা গুরুত্বপূর্ণ বদল এসেছে তাঁর হাত ধরেই। ‘সোসাইটি অফ কনটেম্পোরারি আর্ট’-এর সঙ্গে যুক্ত ছিলেন।


১৯৩৫ সালে শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন শিল্পী।তবে লেখাপড়া করেছেন কলকাতার সরকারি আর্ট কলেজে । তার পর বহু জায়গায় পড়িয়েছেন তিনি। তাঁর প্রথাগত কর্মজীবন শেষ হয় শান্তিনিকেতনের কলা ভবনে। সেখানকার গ্রাফিক্স বিভাগের প্রিন্সিপাল ছিলেন তিনি। ১৯৯৫ সালে সেখান থেকে অবসর নেন শিল্পী। শিল্পীর ভাবনার ছোঁয়ায় শান্তিনিকেতনে শিল্প-শিক্ষায় বহু গুরুত্বপূর্ণ বদল আনা হয়। শিক্ষকতা থেকে অবসর নিলেও কাজ থামেনি। শিল্পী নিত্যনতুন ভাবনার রসদ জুগিয়ে গিয়েছেন শেষ সময় পর্যন্ত।




 
 
 
 































































































































