শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জিতে টি-২০ সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। সৌজন্যে সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংস। ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আর এই ইনিংস খেলে কোচ রাহুল দ্রাবিড়কে কৃতিত্ব দিলেন সূর্য। বললেন, কোচ রাহুল দ্রাবিড়ের জন্যই এ রকম খেলতে পারছি আমি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতে SKY বলেন,” দ্রাবিড় আমাকে বলেছেন খেলা উপভোগ করতে। নিজের পছন্দ মতো শট খেলতে। সেটাই আমি করেছি। বাউন্ডারি ৫৯-৬০ মিটার ছিল। তাই ছক্কা মারার চেষ্টা করছিলাম। কিছু শট আগে থেকেই ঠিক করে রাখছিলাম। তবে সেই সঙ্গে বিকল্প শটও তৈরি ছিল। বেশির ভাগ সময় আমি এমন জায়গায় মারার চেষ্টা করছিলাম যেখানে ফিল্ডার নেই। সেটা করতে সফল হয়েছি।”

এরপাশাপাশি সূর্য আরও বলেন,” যখন প্রস্তুতি নিই তখন নিজেকে চাপে রাখার চেষ্টা করি। সেই সময় যত চাপ নেওয়া যাবে তত ভাল প্রস্তুতি হবে। অনুশীলনে অনেক পরিশ্রম করি। তার ফল খেলার সময় পাচ্ছি।”












































































































































