সুমন করাতি
হুগলির (Hoogly) কোন্নগরের (Konnagar) নবগ্রামে অনুষ্ঠিত হচ্ছে পৌষ মেলা (Poush Mela)। নবগ্রাম সেবক সংঘের মাঠে এই শীতকালীন মেলার আয়োজন করা হয়েছে। মেলা ঘিরে নবগ্রামবাসীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।
প্রতিবছরের মতো এবছরও মেলায় বসেছে পিঠে পুলির স্টল সহ একাধিক স্টল। প্রতিদিনই মেলায় উপচে পড়ছে মানুষের ভিড়। তৃণমূলের রাজ্য কমিটির সদস্য দিলীপ যাদব, কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব সহ বিশিষ্ট মানুষরা মেলায় উপস্থিত থাকছেন। হুগলির পৌষ মেলার মুল উদ্যোক্তা নবগ্রাম কো অপারেটিভ ব্যাংকের সভাপতি মানস রায়।
পাশাপাশি প্রতিদিনই এই মেলায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় গানের অনুষ্ঠান করেন সংগীতশিল্পী শুভায়ুন চক্রবর্তী।