Kolkata : মহানগরী থেকে উদ্ধার দেড় লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার ১

0
1

রবিবার দুপুরে কলকাতার তপসিয়া (Topsia, Kolkata) থেকে প্রায় দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল কলকাতা পুলিশের (Kolkata Police)এসটিএফ (Special Task Force)। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এই প্রথম নয় এর আগেও বহুবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে জাল নোট উদ্ধার করার ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে খবর রফিকুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি এর আগেও এই একই কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন। কিছুদিন শাস্তি ভোগ করার পরে তিনি ছাড়া পেয়ে যান। তার উপর পুলিশের নজর ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার তপসিয়া এলাকায় হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ (Special Task Force)। দেড় লক্ষ জাল নোটসহ রফিকুলকে হাতেনাতে ধরা হয়। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে, এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।