Katwa : তিন পাল্টি খেয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, শিশুসহ আহত ৪০

0
3

রাজ্যের (Government of West Bengal) বুকে ফের ভয়াবহ দু*র্ঘটনা (Bus Accident)। এবার কাটোয়ার (Katwa) ন’নগরের কাছে তিন পাল্টি খেয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Passenger Bus)। শিশু মহিলা সহ দু*র্ঘটনায় যখন প্রায় ৪০ জন। বাসের সামনের অংশের কাচ কেটে তাঁদের উদ্ধার করা হয়েছে। কাটোয়া থানার (Katwa Police Station) পুলিশের সঙ্গে স্থানীয়রা এই উদ্ধার কাজে হাত লাগান। একজনের মৃ*ত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, বাকিদের কাটোয়া হাসপাতালে (Katwa Hospital) চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন বেপরোয়া গতির জেরেই এই দু*র্ঘটনা।এদিন কেতুগ্রামের দধিয়া থেকে কাটোয়া যাচ্ছিল বাসটি। ন’নগরের কাছে ঘটে বিপত্তি। বিকট শব্দে উল্টে যায় বাস। আতঙ্কে চিৎকার করতে থাকেন যাত্রীরা। বাসের জানলা দিয়েই বেরিয়ে আসার চেষ্টা করেন কেউ কেউ। ভয়াবহ সেই পরিস্থিতিতে বাসের সামনের কাচ ভেঙে উদ্ধার করতে হয় শিশু, মহিলা সহ বাসের যাত্রীদের। প্রত্যক্ষদর্শী এবং বাসের মধ্যে থাকা যাত্রীদের বক্তব্য রবিবার থাকার রাস্তা আর যেহেতু বাস কম তাই দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য বাস চালক গাড়ির গতি বাড়িয়েছিলেন। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই দু*র্ঘটনা। ঘটনা তদন্তে কাটোয়া থানার পুলিশ।