পুরনো আক্রোশের জেরে ধর্ষ*কের মাকে লক্ষ্য করে গু*লি চালাল কিশোরী

0
2

একবছর আগে ধর্ষণ করেছিল ছেলে।তারপর থেকেই ছেলে ও মায়ের উপর রাগ ছিল নির্যাতিতার।শনিবার ধর্ষকের মাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ১৬ বছরের ওই কিশোরীর বিরুদ্ধে।তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার গুলিতে গুরুতর জখম হয়েছেন বছর পঞ্চাশের মহিলা।

ঘটনাটি ঘটেছে দিল্লির ভজনপুরা এলাকায়। সেখানে একটি মুদির দোকান চালান আক্রান্ত মহিলা। অভিযোগ, শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ দোকানের সামনে হঠাৎ গুলি চলে। তার পর দেখা যায় গুলির আঘাতে জখম হয়েছেন দোকানের মহিলা।

আরও পড়ুন:গোয়ায় বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে ধর্ষ*ণের শিকার তরুণী

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। অভিযুক্ত কিশোরীকে গ্রেফতার করা হয়। জখম মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ।সেখানেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে মহিলার নাবালক ছেলেই তাকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। তার পর থেকে ক্ষোভ পুষে রেখেছিল কিশোরী। শনিবার পুরনো আক্রোশের জেরেই গুলি চালিয়েছে সে।