ভেঙে পড়ল যোশীমঠের মন্দির ! আতঙ্ক বাড়ছে স্থানিয়দের মনে

0
2

চওড়া হচ্ছে ফাটল, কী আছে ভাগ্যে তা নিয়ে চিন্তায় যোশীমঠ (Joshimath) সংলগ্ন এলাকার মানুষেরা। ধ্বংসের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠ (Joshimath)। প্রায় ৬০০-রও বেশি বাড়িতে ইতিমধ্যেই ফাটল ধরেছে। এর মাঝেই শুক্রবার বিকেলে আচমকাই ভেঙে পড়ে যোশীমঠের (Joshimath) একটি বাড়ি। আ*তঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। প্রাণের ভয়ে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে খোলা আকাশের নীচেই রাত কাটান তাঁরা। বিপদ বাড়ছে দেবভূমিতে।

স্থানিয় সূত্রে জানা যায় শুধু যোশীমঠ নয়, পার্শ্ববর্তী আউলি শহরেও একই সমস্যা দেখা দিয়েছে। দু*র্ঘটনায় কেউ হতাহত না হলেও আপাতত সুরক্ষার কারণে আউলিতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হাইডেল পাওয়ার প্লান্ট ও চারধাম রোডের মতো বড় বড় প্রকল্পগুলিও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দিনকয়েক আগেই মন্দিরে ফাটল দেখা গিয়েছিল। তারপরই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় বিগ্রহ।এরপরই শুক্রবার ভেঙে পড়ে মন্দির। প্রশাসন সূত্রে খবর যে সব পরিবার ফাটলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাঁদের আগামী ৬ মাস পর্যন্ত মাসিক ৪ হাজার টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে এই খরচ বহন করা হবে বলে জানা যাচ্ছে। আজ শনিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর (Puskar Singh Dhami) এলাকা পরিদর্শনে যাবেন বলেই খবর।