সফল ভাবে সম্পন্ন হয়েছে ঋষভ পন্থের অস্ত্রোপচার : সূত্র

0
2

সফল ভাবে সম্পন্ন হয়েছে ঋষভ পন্থের লিগামেন্টের অস্ত্রোপচার। শনিবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের পক্ষ থেকে। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার হয়েছে ভারতীয় ক্রিকেটারের। গত ৩০ ডিসেম্বর ভারতীয় উইকেটরক্ষক ব‍্যাটার ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে প্রথমে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা করা হলেও পরবর্তীকালে তাকে মুম্বাইয়ে নিয়ে আসা হয় তার দ্রুত সুস্থতার জন্য। আর শনিবার হল অস্ত্রোপচার।

হাসপাতাল সূত্রের খবর, পন্থের ডান পায়ের হাঁটুর লিগামেন্টেরই অস্ত্রপ্রচার হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে পন্থের। তবে এখনও সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগবে তাঁর। হাসপাতাল পন্থকে নিয়ে কোনও বুলেটিন দেয়নি। শনিবার বিসিসিআইয়ের তরফে জানানো হয়, ঋষভের লিগামেন্টের অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে।

ইতিমধ্যেই জানা গেছে যে আসন্ন আইপিএল এবং অস্ট্রেলিয়া সিরিজ খেলতে পারবেন না পন্থ। তবে বিশেষজ্ঞদের একাংশের মতামত, ঋষভের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ৮-৯ মাস লাগতে পারে। অর্থাৎ আইপিএলের পাশাপাশি ঋষভ এশিয়া কাপ এবং বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন। যদিও বিসিসিআই বা ঋষভের পরিবারের তরফে এখনও পর্যন্ত এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।