নিজেকে বাঁচাতে বিজেপিতে গিয়ে অমিত শাহের জুতো পালিশ করছে। নন্দীগ্রামের আন্দোলনকারীরা কেউ বিজেপির সঙ্গে নেই। কুণালের (Kunal Ghosh)অভিযোগ, সিপিএম যেমন আন্দোলনকারীদের মিথ্যা মামলায় ফাঁসাত, এখন শুভেন্দু (Shuvendu Adhikari) কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে আন্দোলনকারীদের ফাঁসাচ্ছে। এমন অভিযোগ তুলে শহিদ দিবসে নন্দীগ্রামের (Nandigram) মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুর “কলার ধরে জেলে ভরার” হুঁশিয়ারি দিলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।

২০০৭-এর ৭ জানুয়ারি নন্দীগ্রামে সিপিএম হার্মাদদের গুলিতে নিহত হয়েছিলেন বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই ঘটনার পর থেকে প্রতিবছর এই দিনে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি স্মরণ সভা করে। এদিন ভোরের আলো ফোটার আগেই ভাঙাবেড়াতে শহিদ স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করল তৃণমূল। স্মরণসভার মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন কুণাল ঘোষ।

নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহিদ স্মরণ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে তুলোধনা করে কুণাল ঘোষ বলেন, “আগে সিপিএম সকলকে মিথ্যা মামলা দিয়েছে একের পর এক। সেই রাজনীতি আবার ফিরছে। বেইমান, গদ্দার শুভেন্দু সিবিআই, এনআইএ দেখিয়ে নিরাপরাধ তৃণমূল কর্মীদের, নিরাপরাধ নন্দীগ্রামবাসীকে জেলে ভরছে। ভগবান, আল্লাহ থাকলে একদিন কলার ধরে শুভেন্দুকে জেলে ভরব” এদিন ফের নারদা কাণ্ডের টাকা নেওয়ার প্রসঙ্গ তুলে শুভেন্দুকে গ্রেফতারের দাবিও তোলেন কুণাল।



 
 
 
 

































































































































