কলকাতার চাকরি, অথচ আবেদন করতে পারবেন না কোনও বাঙালি! তা বেশ বড় বড় করেই লেখা ওয়েবসাইটের বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপন দেখে হতাশ চাকরিপ্রার্থীরা।


চাকরির বাজারে যত না শূন্যপদ, তার চেয়ে কয়েকগুণ বেশি আবেদনকারীর সংখ্যা। এই ঘটনা নতুন নয়। আবার কোনও কোনও সংস্থার তরফে আবেদনের শর্ত থাকে কঠিন। সেসব পেরিয়ে কেউ কেউ নিজের যোগ্যতায় চাকরি পান। এবার এক জনপ্রিয় চাকরির ওয়েবসাইটের বিজ্ঞাপন বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তাতে দেখা যাচ্ছে, এক ইস্পাত তৈরির (Steel plant) সংস্থা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে। কলকাতায় চাকরি, সেই অনুযায়ী বেতন কাঠামো ঠিক করা হয়েছে, তার উল্লেখও আছে বিজ্ঞাপনে। অথচ লেখা, আবেদন করতে পারবেন শুধু অবাঙালিরা, বাঙালি (Bengali) হলে আবেদন করা চলবে না। আজব! রাজ্যে চাকরি অথচ বাঙালিরাই আবেদন করতে পারবেন না! এটাও সম্ভব! এই বিজ্ঞাপণের বিরোধীতা করেছেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন- এবার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলার মা শিখা শর্মা, চলছে চিকিৎসা






































































































































