রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এডিজি পদে মনোজ বর্মা, সরলেন রাজীব মিশ্র

0
1

রাজ্য পুলিশের রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে ব্যাপক রদবদল। এডিজি পদে বসানো হল মনোজকুমার বর্মাকে। এতদিন ওই পদে ছিলেন রাজীব কুমার মিশ্র। তাঁকে আনা হল এনফোর্সমেন্টর ডিরেক্টরেটে। যা আগের থেকে কম গুরুত্বপূর্ণ পদ। রাজ্য স্বরাষ্ট্র দফতর থেকে এক বিবৃতি জারি করে এই রদবদলের খবর প্রকাশ করা হয়।

এর আগে মনোজ বর্মা ছিলেন রাজ্যের নিরাপত্তা বিভাগের অতিরিক্ত নির্দেশক পদে। একাধিক দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেই সব দায়িত্বের পাশাপাশিই এবার নতুন দায়িত্ব দেওয়া হল এই দক্ষ আইপিএস-কে। একই সঙ্গে এডিজি সিআইডির পদ থেকে কম গুরুত্বপূর্ণ ডিজিপি (প্রশিক্ষণ) পদে পাঠানো হয়েছে আনন্দ কুমারকে।

এই পরিবর্তন রুটিন নাকি পঞ্চায়েত ভোটের আগে অন্য কোনও কারণে আছে তা নিয়ে বিভিন্ন মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, মনোজ বর্মা মুখ্যমন্ত্রীর পছন্দের একজন পুলিশ অফিসার বলেই পরিচিতি। তাই গুরুত্বপূর্ণ পদে তাঁকে বসালেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। এছাড়া সম্প্রতি।কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার অভিযোগ করেছিলেন, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁর উপর নজরদারি চালাচ্ছে। এমনকী তাঁর দিল্লির বাড়ির সামনে দুই গোয়েন্দা আধিকারিক নজরদারি চালানোর সময় ধরা পড়েছিলেন বলেও দাবি করেন সুভাষ সরকার। তাঁর এমন দাবির কয়েক দিনের মধ্যে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ পদে এই বড়সড় রদবদল খুব তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন অনেকে।