বেশ ময়েক মাস ধরে শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড় রাজ্য। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়ে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও প্রাইমারি ও এসএসসি’র একাধিক পদাধিকারী গ্রেফতার হয়েছেন। তাই এবার নিয়োগ ক্ষেত্রে বিশেষ সতর্ক প্রাইমারি শিক্ষা পর্ষদ। আপার প্রাইমারির মেধা তালিকা নিয়ে সতর্ক শিক্ষা দফতরও।
আপার প্রাইমারির প্যানেলভুক্ত প্রার্থীদের ওএমআর শিট যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওএমআর শিটের নম্বর এবং কমিশনের সার্ভারে থাকা নম্বর মিলিয়ে দেখা হবে। উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের আগে নির্বাচিত প্যানেলভুক্ত প্রার্থীদের ওএমআর শিট যাচাই করা হবে। সিদ্ধান্ত নিয়েছেশিক্ষা দফতর। শিক্ষক নিয়োগে আর কোনওরকম অনিয়ম রাখতে চাইছে না শিক্ষা দফতর।
এবার নিয়োগের আগে নতুন করে মিলিয়ে দেখা হচ্ছে প্রায় ১৩ হাজার প্যানেলভুক্ত চাকরি প্রার্থীদের সব তথ্য। মেধাতালিকা তৈরি করতে বিশেষ সতর্কতা গ্রহণ করছে শিক্ষা দফতর। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে OMR শিট।