লাল-হলুদে নতুন বিদেশি, ওড়িশা ম‍্যাচে জয় চাইছেন স্টিফেন

0
1

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। শেষ ম‍্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ ব্রিগেড। ১১ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। সামনে ওড়িশা, ১২ ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে তারা। তাই শেষ ম‍্যাচে বিএফসিকে হারিয়ে আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্টিতে যেতে নারাজ লাল-হলুদ কোচ।

এদিকে চলতি ট্রান্সফার উইন্ডোয় নতুন বিদেশি সই করানো নিয়ে গোপনীয়তা রেখে চলছে ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে সরকারি ঘোষণা না হলেও বৃহস্পতিবার শহরে চলে এলেন ব্রিটিশ উইঙ্গার জাক জার্ভিস। যিনি ফরোয়ার্ডেও খেলেন। জানা গিয়েছে, শহরে তাঁর মেডিক্যাল টেস্ট হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাঁর নাম সরকারিভাবে জানাবে ক্লাব।

বিদেশি সইয়ের তৎপরতার মধ্যেই শনিবারের ওড়িশা এফসি ম্যাচের প্রস্তুতি চলছে লাল-হলুদে।  বিদায়ী বছরের শেষে বেঙ্গালুরু এফসি-কে হারানোর আত্মবিশ্বাস নিয়েই নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। শনিবার ওড়িশার মাঠে ম্যাচ স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের। ম্যাচের আগে লাল-হলুদের সাহেব কোচের চিন্তা দলের চোট-আঘাত নিয়ে। দলের এক নম্বর গোলরক্ষক কমলজিৎ সিংকে সম্ভবত ওড়িশা ম্যাচেও পাওয়া যাবে না। অল্প চোট রয়েছে জডর্ন দোহার্টি-সহ আরও কয়েক জন ফুটবলারের।

স্টিফেন বললেন, ‘‘কমলজিতের চোট নিয়ে চিন্তা রয়েছে। আরও কয়েকজনের চোট রয়েছে। তবে সমস্যার মধ্যেই আমাদের সেরাটা দিতে হবে। ওড়িশা ভাল দল। লিগে ওরা প্রথম ছ’য়ে রয়েছে। আমাদের হাতে আর ন’টা ম্যাচ রয়েছে। বাকি ২৭ পয়েন্টের মধ্যে আমাদের আরও কিছু পয়েন্ট পেতে হবে। তাহলে সেরা ছ’টি দলের মধ্যে থাকতে পারব। প্রথম ছয়ে থাকাটাই আমাদের লক্ষ্য।’’

ট্রান্সফার উইন্ডোয় নতুন ক’জন ফুটবলারকে সই করাবে দল, তা নিয়ে কোনও মন্তব্য না করলেও ইস্টবেঙ্গল কোচ বললেন, ‘‘এমন খেলোয়াড় নিতে চাই যারা সাহায্য করতে পারবে দলকে।’’

আরও পড়ুন:বিয়ে না করেই সৌদিতে জর্জিনার সঙ্গে সহবাস রোনাল্ডোর, ফের বিতর্কে সিআরসেভেন