বিয়ে না করেই সৌদিতে জর্জিনার সঙ্গে সহবাস রোনাল্ডোর, ফের বিতর্কে সিআরসেভেন

0
2

সর্ব রেকর্ডে সদ্য সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সৌদিতে এসেই আবার বড় বিতর্কে জড়াতে পারেন ক্রিশ্চিয়ানো। যা নিয়ে জল্পনা তুঙ্গে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রডরিগেজ এখনও অবধি বিয়ে করেননি। তাদের সন্তানও রয়েছে। এবং বিয়ে না করেই তারা একসঙ্গে থাকেন। কিন্তু সৌদি আরবের নিয়ম অনুযায়ী, বিয়ে না করে পুরুষ-মহিলা একত্রে বসবাস করতে পারবেন না। একই ছাদের তলায় বিয়ে না করে বসবাস অপরাধ বলেই গণ্য হয় সৌদি আরবে। আর এর জেরে প্রশ্ন উঠেছে, তাহলে কি আল নাসেরের হয়ে খেলার আগেই আইনের জালে ফাঁসবেন পর্তুগিজ মহাতারকা?

তবে জানা যাচ্ছে কোন অসুবিধা হবে না রোনাল্ডোর। যা খবর তাতে রোনাল্ডো নিজের প্রেমিকার সঙ্গে থাকলেও কোনও ব্যবস্থা নেবে না সৌদি প্রশাসন। স্প্যানিশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী, সে দেশে রোনাল্ডোর যে স্ট্যাটাস, তাতে পর্তুগিজ সুপারস্টারকে শাস্তি দেওয়া হবে না।

এই নিয়ে সৌদির আইনজীবীরাও জানিয়েছেন, আইনবিরুদ্ধ হলেও রোনাল্ডোর ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করবে না সৌদি প্রশাসন। মূলত বিদেশিদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকে, কিন্তু দেশের লোকেদের কাছে এটি আইনবিরুদ্ধ।

২০১৬ সালে রোনাল্ডোর সঙ্গে আলাপ হয় জর্জিনার। এবং তারপর থেকে তারা একে অপরের প্রেমে পড়েন। এরপর রোনাল্ডো ও জর্জিনার দুই সন্তান হয়, বেলা ও অ্যালেনা। এছাড়া রোনাল্ডোর তিন সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র, এভা ও মাতেওকে নিয়ে এক সঙ্গেই থাকেন তারা।